মঙ্গলবার ১৪ ডিসেম্বর ২০২১ - ১২:৫৩
হুজ্জাতুল ইসলাম আব্বাসী

হাওজা / আল মুস্তফা বিশ্ববিদ্যালয়ের প্রধান বলেন, বিজ্ঞান ও গবেষণার ক্ষেত্রে উল্লেখযোগ্য অবস্থান পেতে হলে আমাদের অনেক পরিশ্রম করতে হবে।

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, আল মুস্তফা বিশ্ববিদ্যালয়ের প্রধান বলেন, বিজ্ঞান ও গবেষণার ক্ষেত্রে উল্লেখযোগ্য অবস্থান পেতে হলে আমাদের অনেক পরিশ্রম করতে হবে। আমাদের যোগ্য গবেষকদের তাদের প্রয়োজনীয় সহায়তা থাকা উচিত যাতে একজন গবেষক মনের শান্তি নিয়ে জ্ঞান উৎপাদনের ক্ষেত্রে কাজ করতে পারেন।

ইমাম খোমেনী কমপ্লেক্সে "আল-মুস্তফা বিশ্ববিদ্যালয়ের গবেষণা অর্জন" শীর্ষক প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতাকালে হুজ্জাতুল ইসলাম আব্বাসী আয়োজকদের ধন্যবাদ জানান এবং "গবেষণা সপ্তাহ" উপলক্ষে অভিনন্দন জানিয়ে তিনি বলেন,

ইনশাআল্লাহ এ সপ্তাহের কর্মসূচি অনুযায়ী এই গবেষণা প্রদর্শনীতে আল-মোস্তফা বিশ্ববিদ্যালয়ের গবেষণার ক্ষেত্রে সক্রিয় ব্যক্তিদের এক বছরের সেবা ও প্রচেষ্টা তুলে ধরা হবে।

আশা করা যায় যে পরিদর্শনকারী জ্ঞানী ব্যক্তিরা এই গবেষণার আলোকে তাদের মতামত এবং পরামর্শ দেবেন যা প্রোগ্রামটির উন্নয়ন এবং এর আরও ভাল সংগঠনে সহায়তা করবে।

তিনি গবেষণাকে জ্ঞান ও প্রজ্ঞার অক্ষরেখা হিসেবে আখ্যায়িত করে বলেন, আল-মোস্তফা বিশ্ববিদ্যালয়ের মতো আন্তর্জাতিক সংস্থা ও প্রতিষ্ঠান বৈজ্ঞানিক উপাদান তৈরি ও উৎপাদনে তাদের পূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha